ডলার ইনকাম করা জন্য আপনাদের সবাইকে স্বাগতম

https://monuarhosrn53.blogspot.com/.

অনলাইনে ইনকাম

প্রথম কথা হচ্ছে:: অনলাইন বা অফলাইন যেখানেই টাকা কমাই করতে চাও না কেন। রুল একটাই-- মানুষ টাকা দিতে রাজি এমন কিছু ডিমান্ড খুঁজে বের করো এবং সেই ডিমান্ড অনুসারে কোয়ালিটি প্রোডাক্ট অথবা সার্ভিস সাপ্লাই দাও।

দ্বিতীয় কথা হচ্ছে-- তুমি যেহেতু ছাত্র তাই তোমার পুঁজির জোর, খুঁটির জোর, মামা-খালুর জোর খুবই লিমিটেড। সেজন্য তুমি তেল, আটা, লবন, মধু, গামছা টাইপের ফিজিক্যাল প্রোডাক্ট জোগাড় করে সাপ্লাই দেয়ার জন্য যে ইনভেষ্ট লাগবে সেটা ম্যানেজ করতে পারবে না। তোমার জন্য সুবিধা হবে ডিজিটাল সার্ভিস বা ভার্চুয়াল প্রোডাক্ট সাপ্লাই দেয়ার জিনিস খুঁজে বের করা।

.


তৃতীয় কথা হচ্ছে: দুনিয়ার সব কিছুই দিয়েই কোন না কোনভাবে ইনকাম করা পসিবল। কিন্তু সবকিছু তুমি নিজেও পারবে না। এবং সবকিছু তোমাকে দিয়ে হবেও না। তাই নিজেই নিজেকে জিজ্ঞেস করতে হবে-- "আমি কোন জিনিসে ভালো বা আমি কোন জিনিসে ভালো হতে চাই"।

কারণ কেউ যদি লেখালেখিতে ভালো হয়। তার অনলাইনে ইনকাম করার সিস্টেম একরকম হবে।

আবার কেউ যদি কাউকে পড়াতে পারে তার সিস্টেম ডিফারেন্ট হবে। আবার কেউ যদি ছবি তুলতে পারে, কিংবা প্রোগ্রামিং এ ভালো হয় তার জন্য এক সিস্টেম। আবার কেউ ভিডিও বানাতে পছন্দ করলে, কিংবা ডিজাইন এ আগ্রহ থাকলে সে অন্যভাবে ইনকাম করবে। আবার মার্কেটিং নিয়ে আগ্রহীরা অন্যভাবে ইনকাম করবে।

তাই অনলাইনে ইনকাম শুরু করতে যাওয়ার আগে একটু চিন্তা করে নাও তুমি কোন জিনিসে ভালো। তুমি কোন লাইনে ভালো? তুমি কোন কিছুতে ভালো না হলেও সেই লাইনে চার-পাঁচ মাস সময় দিয়ে একটু স্কিল ডেভেলপ করে নাও। তারপর অনলাইনে ইনকাম করার জন্য ঝাঁপিয়ে পড়ো।

এইবার আসা যাক ইনকাম কিভাবে করবে


প্রথম কথা হচ্ছে:: অনলাইন বা অফলাইন যেখানেই টাকা কমাই করতে চাও না কেন। রুল একটাই-- মানুষ টাকা দিতে রাজি এমন কিছু ডিমান্ড খুঁজে বের করো এবং সেই ডিমান্ড অনুসারে কোয়ালিটি প্রোডাক্ট অথবা সার্ভিস সাপ্লাই দাও।

দ্বিতীয় কথা হচ্ছে-- তুমি যেহেতু ছাত্র তাই তোমার পুঁজির জোর, খুঁটির জোর, মামা-খালুর জোর খুবই লিমিটেড। সেজন্য তুমি তেল, আটা, লবন, মধু, গামছা টাইপের ফিজিক্যাল প্রোডাক্ট জোগাড় করে সাপ্লাই দেয়ার জন্য যে ইনভেষ্ট লাগবে সেটা ম্যানেজ করতে পারবে না। তোমার জন্য সুবিধা হবে ডিজিটাল সার্ভিস বা ভার্চুয়াল প্রোডাক্ট সাপ্লাই দেয়ার জিনিস খুঁজে বের করা।

তৃতীয় কথা হচ্ছে: দুনিয়ার সব কিছুই দিয়েই কোন না কোনভাবে ইনকাম করা পসিবল। কিন্তু সবকিছু তুমি নিজেও পারবে না। এবং সবকিছু তোমাকে দিয়ে হবেও না। তাই নিজেই নিজেকে জিজ্ঞেস করতে হবে-- "আমি কোন জিনিসে ভালো বা আমি কোন জিনিসে ভালো হতে চাই"।


কারণ কেউ যদি লেখালেখিতে ভালো হয়। তার অনলাইনে ইনকাম করার সিস্টেম একরকম হবে। আবার কেউ যদি কাউকে পড়াতে পারে তার সিস্টেম ডিফারেন্ট হবে। আবার কেউ যদি ছবি তুলতে পারে, কিংবা প্রোগ্রামিং এ ভালো হয় তার জন্য এক সিস্টেম। আবার কেউ ভিডিও বানাতে পছন্দ করলে, কিংবা ডিজাইন এ আগ্রহ থাকলে সে অন্যভাবে ইনকাম করবে। আবার মার্কেটিং নিয়ে আগ্রহীরা অন্যভাবে ইনকাম করবে।

তাই অনলাইনে ইনকাম শুরু করতে যাওয়ার আগে একটু চিন্তা করে নাও তুমি কোন জিনিসে ভালো। তুমি কোন লাইনে ভালো? তুমি কোন কিছুতে ভালো না হলেও সেই লাইনে চার-পাঁচ মাস সময় দিয়ে একটু স্কিল ডেভেলপ করে নাও। তারপর অনলাইনে ইনকাম করার জন্য ঝাঁপিয়ে পড়ো।

এইবার আসা যাক ইনকাম কিভাবে করবে



Post a Comment

0 Comments