যা নিতান্তই একটি অভাবনীয় পরিমাণ অর্থ।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গুগলের কাছে ২ অ্যান্ডেকিলিয়ন রুবল অর্থাৎ ৩৬টি শূন্যসহ একটি সংখ্যা, যা প্রায় ২০ ডেসিলিয়ন মার্কিন ডলার বা ২০ বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সমান অর্থ দাবি করেছে রুশ সরকার।
এই অঙ্কটি এত বড় যে, এটি পুরো বিশ্ব অর্থনীতির আকারকেও ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট জিডিপি প্রায় ১১০ ট্রিলিয়ন মার্কিন ডলার। যেখানে গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেটের বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার একটি আদালত গুগলকে নির্দেশ দিয়েছিল ইউটিউবে প্রো-রুশ চ্যানেলগুলোকে পুনঃস্থাপন করতে, যা ২০২২ সাল থেকে ব্লক করা ছিল। তবে তা না করার জন্য গুগলকে জরিমানা করা হয়, যা প্রতি সপ্তাহেই দ্বিগুণ হারে বেড়েই চলেছে।
এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জরিমানার এই বিশাল অঙ্কটা আসলে ‘প্রতীকী অর্থপূর্ণ’। সেই সঙ্গে গুগলকে তাদের সম্প্রচারকদের কর্মকাণ্ড সীমাবদ্ধ করা উচিত নয় বলেও মত প্রকাশ করেন তিনি।
যদিও গুগল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে কোম্পানিটির সাম্প্রতিক ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে ‘রাশিয়ার সঙ্গে চলমান আইনি’ বিষয়ে উল্লেখ করেছে। গুগল জানিয়েছে, এই মামলা আমাদের আয়ের ওপর গুরুতর কোনো প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর গুগল রাশিয়াতে তাদের কার্যক্রম সীমিত করলেও পুরোপুরি বন্ধ করেনি। এ নিয়েই মূলত ঝামেলাটা।


0 Comments